Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

স্থানীয় সরকার শক্তিশালীকরণ নারী-পুরুষকে আরও সচেতন হওয়ার তাগিদ

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ‘নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালীকরণ ও নিরাপদ, নারী বান্ধব চট্টগ্রাম মহানগরী’- বিষয়ক মতবিনিময় সভা গতকাল (সোমবার) সিটি কর্পোরেশন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। প্যানেল মেয়র ও কাউন্সিলরদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি লতিফা কবীর। এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল। প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, পরিবর্তনের মাধ্যমে ক্ষমতায়নের গতিকে ত্বরান্বিত করা সম্ভব। স্থানীয় সরকার শক্তিশালী করণে নারী-পুরুষ উভয়কে আরও সচেতন হতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্থানীয় সরকার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ