Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নতুন ধারাবাহিক বহুরূপী

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আরটিভিতে শুরু হয়েছে অরণ্য আনোয়ার রচিত ও পরিচালিত ধারাবাহিক নাটক বহুরূপী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, রাইসুল ইসলাম আসাদ, মোশাররফ করিম, শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, ডা. এজাজ, মৌসুমী হামিদ, তানজিকা, সুষমা সরকার, সাজু খাদেম, শাহাদাত হোসেন, ম ম মোর্শেদ, উজ্জল মাহমুদ, অশোক ব্যাপারী, নাজনিন হাসান চুমকি, নোভা, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ। নাটকটি প্রচার হচ্ছে বুধ থেকে শনিবার রাত ৯:৫০ মিনিটে। নাটকে দেখা যাবে, লোকটা তার স্বার্থ উদ্ধারের জন্য পারে না এমন কোনো কাজ নেই। নিজের স্বার্থ উদ্ধারের জন্য যখন যেখানে যা করতে হয় তাই করে। একেক জায়গায় একেক পরিচয়ে নিজেকে পরিচিত করে। কোথাও সে শরাফ, কোথাও স্বপন। কোথাও রতন পাল। আবার কোথাও বা রহমতউল্যাহ। আলাদা নাম-পরিচয় ঠিকানা দিয়ে প্রতারণার নানান ফাঁদ পাতে। আর একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। বহুরূপে বহু পরিচয়ে চলে তার নিত্যকর্ম। আর এ বহুরূপী মানুষ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন ধারাবাহিক বহুরূপী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ