Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত হলো ফেরদৌসী কাকলীর রবে না গোপনে

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সম্প্রতি ছায়ানটে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সুরের মেলার ব্যানারে প্রকাশিত হলো রবীন্দ্র সঙ্গীত শিল্পী ফেরদৌসী কাকলীর রবে না গোপনে। অ্যালবামটির প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-এর সভাপতি রাহাত খান, রবীন্দ্র সঙ্গীত শিল্পী মিতা হকসহ আরও অনেকে। অ্যালবামে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ১০টি গান স্থান পেয়েছে। গানগুলো হচ্ছেÑ গোপন কথাটি রবে না গোপনে, এবার সখী সোনার মৃগ, লুকালে বলেই খুঁজে বাহির করা, মেঘ বলেছে যাব যাব, এবার আমায় ডাকলে দূরে, পুরনো জানিয়া চেয়ো না, তুমি ডাক দিয়েছো কোন সকালে, আজি যত তারা তব আকাশে, সেই ভালো সেই ভালো এবং গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ। গানগুলোর সঙ্গীতায়জন করেছেন অজয় মিত্র। অ্যালবামটি প্রসঙ্গে শিল্পী বলেন, সম্পূর্ণ ভালোবাসা আর ভালোলাগা থেকেই কবি গুরুর জনপ্রিয় গানগুলো নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রকাশিত হলো ফেরদৌসী কাকলীর রবে না গোপনে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ