Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্ণিমা-হৃদয় খানকে জুটি করে ঈদের টেলিফিল্ম

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সঙ্গীতশিল্পী ইতোমধ্যে অভিনয়ের সাথে যুক্ত হয়েছেন। একটি ঈদের নাটকের কাজও শেষ করেছেন। এবার একটি টেলিফিল্মে অভিনয় করতে যাচ্ছেন। এসএ হক অলিকের রচনা ও পরিচালনায় ‘ফিরে যাওয়া হলো না’ নামে একটি টেলিফিল্মে হৃদয় খান অভিনয় করবেন। তার সাথে জুটি হবেন চিত্রনায়িকা পূর্ণিমা। রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে টেলিফিল্মটির শুটিং হয়েছে গত সপ্তায়। হৃদয় খান বলেন, ‘এর আগে অলিক ভাইয়ের দুটো চলচ্চিত্রে গান করেছি আমি। মজা করে প্রায়ই বলতেন, অভিনয় করার জন্য। শেষ পর্যন্ত তার নির্দেশনায় অভিনয় করব এটা ভাবিনি। অলিক ভাইয়ের নির্দেশনায় অভিনয় করছি, এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। পূর্ণিমা আপুুর সঙ্গে কাজ করেও ভালো লেগেছে।’ টেলিফিল্মের গল্পে দেখা যাবে, ফাহিম দেশের বাইরে থেকে এসেছে। চুপচাপ, শান্ত স্বভাবের খুব মুডি ছেলে। অন্যদিকে রোদেলা খুব দুষ্টু প্রকৃতির একজন মেয়ে। এক সময় রোদেলার দুষ্টুমিই ভালোলেগে যায় ফাহিমের। এতে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম ও শর্মিলী আহমেদ। টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘প্রায় দুই বছর পর অলিক ভাইয়ের নির্দেশনায় কাজ করছি। কাজটি করতে পারছি বলে নিজেরই ভালো লাগছে। গল্পটি খুব চমৎকার। আর হৃদয়ের সঙ্গে প্রথম কাজ আমার। দর্শক আমার এই টেলিফিল্মে নতুনত্ব পাবেন আশা করি।’ টেলিফিল্মটি ঈদে বাংলাভিশনে প্রচার হবে বলে জানান নির্মাতা এসএ হক অলিক।



 

Show all comments
  • Arman Hossain ২৬ মে, ২০১৬, ১০:৩৪ এএম says : 0
    no match
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পূর্ণিমা-হৃদয় খানকে জুটি করে ঈদের টেলিফিল্ম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ