Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের প্রস্তাব দেয়া হয়েছে’

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন বলেছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। তাই রাষ্ট্রের ভিত্তি মজবুত রাখতে সাংবাদিকতাকে এগিয়ে নেয়ার বিকল্প নেই। একদিকে আমাদেরকে যেমন হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। তেমনি সরকারকেও সাংবাদিকদের ওপর চাপিয়ে দেয়া আইন বর্জন অথবা শিথিল করতে হবে। এজন্য ইতোমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের প্রস্তাব দেয়া হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) সাতক্ষীরা সার্কিট হাউজের কনফারেন্স রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে আইন ও আচরণবিধি সম্পর্কিত মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আরও বলেন, সাংবাদিকদের নিবন্ধনের আওতায় আনা হবে। অপসাংবাদিকতা পরিহার করে রীতিনীতির মধ্যে আসতে হবে। সকলকে আইন ও আচরণবিধি মেনে চলতে হবে। এরই মধ্য দিয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ