Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন চ্যাম্পিয়ন চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি। গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের শেষ ম্যাচে তারা ১৪০ রানের বড় ব্যবধানে হারায় শতদল ক্লাবকে।
দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে চলা চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা কার ঘরে যাবে তার জন্য অপেক্ষা করতে হয়েছে লিগের শেষ ম্যাচ পর্যন্ত। এতে যদি বন্দর পরাজিত হলে শিরোপা চলে যেত পাইরেটস অব চিটাগাংয়ের ঘরে। কেননা ১১টি ম্যাচের দুইটিতে হেরেছে শিরোপার দাবিদার দুই ক্লাব বন্দর ও পাইরেটস।
এমন উত্তেজনার ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান সাদিকুরের ৯৫ রানে ভর করে ২৫৭ রানে বিশাল সংগুহ গড়ে সবকটি উইকেট হারানো চট্টগ্রাম বন্দর। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান আসে নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। জবাবে ৩০.১ ওভারে মাত্র ১১৭ রানেই অলআউট হয়ে যায় শতদল ক্লাব। বন্দরের আল-আমিন (৪/১৬), ইফতেখার (৩/৩৩) ও রুবেলের (২/১৬) বোলিংয়ের মুখে আবদুল্লাহ ২০, শামসুল ২৩, মিনহাজুল অপরাজিত ২৪ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের কোটা পার হতে পারেনি।
লিগে কোন ম্যাচেই জয়ের মুখ না দেখায় প্রথম বিভাগে নেমে গেছে শতদল ক্লাব।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ