Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

যৌথ কাউন্সিল প্রতিষ্ঠায় সম্মত সেনাবাহিনী ও বিক্ষোভকারীরা

সুদানে মিসরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

সুদানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সুদানের হাজারো জনতা। শনিবার সুদানের রাজধানী খার্তুমে তারা এ বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা খার্তুমের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমান শহর থেকে একটি মিছিল নিয়ে খার্তুমে কায়রো দূতাবাসের উদ্দেশে সিসির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। বিক্ষোভকারীরা তাদের শ্লোগানে বলছিলেন, এটা সুদান, এটা তোমার সীমানার ভেতরে অবস্থিত নয়। বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ মিছিল সেনাবাহিনীর প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ করেন। এর আগে বৃহস্পতিবার একই ধরনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। প্রসঙ্গত গত কয়েক মাস ধরে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশিরের ৩০ বছরের শাসনের অবসানের পর গত ১১ এপ্রিল সুদানের সেনাবাহিনী ওমর আল-বাশিরকে গ্রেফতার করে। খবর আনাদোলুর। অপর এক খবরে বলা হয়, সুদানের ক্ষমতাসীন সামরিক কাউন্সিল ও বিক্ষোভকারীদের জোট পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত দেশ পরিচালনায় একটি যৌথ কাউন্সিল প্রতিষ্ঠার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। শনিবার ক্ষমতাসীন মিলিটারি ট্রানজিশনাল কাউন্সিল (টিএমসি) ও বিক্ষোভরতদের জোট ডিক্লারেশন অব ফ্রিডম অ্যান্ড ছেঞ্জেস ফোর্সের মধ্যে এক বৈঠকে এসংক্রান্ত সম্মতি প্রকাশ করা হয়েছে। সামরিক কাউন্সিলের মুখপাত্র শামস এলদিন কাবাসি কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানিয়েছেন, বিপুল স্বচ্ছতা এবং উচ্চাক্সক্ষা নিয়ে আলোচনা শুরু হয় আর আমরা দেশের জন্য যৌথ সম্মতিতে পৌঁছেছি। খুব তাড়াতাড়ি এই বৈঠকের চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে পারে বলে জানান তিনি। রুটি ও জ্বালানির দাম বাড়ানো কেন্দ্র করে গত ডিসেম্বরে শুরু হওয়া ওই বিক্ষোভের মুখে গত ১১ এপ্রিল ক্ষমতাচ্যুত হন সুদানের দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশির। তাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা নেয় দেশটির সামরিক কাউন্সিল। তবে ক্ষমতা কাঠামো থেকে বশির ঘনিষ্ঠদের সরানো এবং বেসামরিক সরকার প্রতিষ্ঠার দাবিতে সেনাকাউন্সিলের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত থাকে। এর জের ধরেই শনিবার আলোচনায় বসে দুই পক্ষ। সামরিক কাউন্সিলের মুখপাত্র শামস এলদিন কাবাসি বলেন, আলোচনা অব্যাহত থাকবে আর আমরা চূড়ান্ত ফলাফলের বিষয়ে আশাবাদী। যত তাড়াতাড়ি সম্ভব সুদানের জনগণের কাছে আমরা এই ফলাফল ঘোষণার বিষয়েও আশাবাদী। এদিকে বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরে সুদানের সামরিক কাউন্সিলকে তিন মাসের সময় সীমা বেঁধে দেয় আফ্রিকান ইউনিয়ন। তবে আফ্রিকান ইউনিয়নের এই উদ্যোগ প্রত্যাখ্যান করেছে দেশটির বিক্ষোভকারীরা। সুদানের ন্যাশনাল উম্মাহ পার্টির প্রধান সাদিক আল মাহাদি বলেন, আফ্রিকান ইউনিয়নের কোনও সুপারিশের দরকার নেই সুদানের মানুষের। খার্তুমে এক সংবাদ সম্মেলনে সামরিক কাউন্সিলকে বিচক্ষণতা দিয়ে কাজ করার আহবান জানান আল মাহাদি। তিনি বলেন, কোনও দুঃশ্চিন্তা নিয়ে নয় বরং বিচক্ষণতা নিয়ে কাজ করুন। তিনি বলেন, আমরা আশাকরি পরিবর্তনকালে বেসামরিক কর্তৃপক্ষ জাতীয়, অর্থনেতিক এবং আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে পারবে। আনাদোলু, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ