প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রক্স্যান ডসন পরিচালিত ড্রামা ফিল্ম ‘ব্রেকথ্রু’। এটি ডসন পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র; তিনি বেশ কিছু টিভি সিরিজের পর্ব পরিচালনা করেছেন। ২০১৭তে প্রকাশিত জয়েস স্মিথের স্মৃতিকথা ‘দি ইম্পসিবল : দ্য মিরাকুলাস স্টোরি অফ এ মাদার’স ফেইথ অ্যান্ড হার চাইল্ড’স রিসারেকশন’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
জয়েস স্মিথের (ক্রিসি মেটজ) ১৪ বছর বয়সী ছেলে জন স্মিথ (মার্সেল রুইজ) মিজোরির একটি বরফজমা হ্রদে পিছলে পড়ে অচৈতন্য হয়ে পড়ে। ৩০ মিনিট টানা কৃত্রিম শ্বাসপ্রশ্বাস ও হৃদক্রিয়া সঞ্চালনের চেষ্টা ব্যর্থ হবার পর তাকে মৃত ঘোষণা করা হয়। মা জয়েস আশা না ছেড়ে ছেলের পাশে বসে প্রার্থনা করতে থাকে। এক ঘণ্টা পর দেখা যায় তার হৃৎপিÐ আবার চলতে শুরু করেছে। এলাকার আধুনিক আর তরুণ যাজক জেসন নোবল (টফার গ্রেস) আর জয়েস অলৌকিক ঘটনাটি বোঝার চেষ্টা করতে শুরু করে।
হলিউড শীর্ষ পাঁচ
১ দ্য কার্স অফ লা য়োরোনা
২ ব্রেকথ্রু
৩ শেজ্যাম
৪ ক্যাপ্টেন মারভেল
৫ লিটল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।