Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোনালদোর মাইলফলক ছোঁয়া গোলে রক্ষা জুভেন্টাসের

সেরি আ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ৪:০১ এএম | আপডেট : ১০:২৭ এএম, ২৮ এপ্রিল, ২০১৯

ক্লাব ক্যারিয়ারে ৬০০তম গোলের চূড়ায় উঠলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার একমাত্র গোলে সেরি আ লিগে ইন্টার মিলানের বিপক্ষে হার এড়িয়েছে জুভেন্টাস।

শনিবার সান সিরোয় পিছিয়ে পড়েও রোনালদোর গোলে ১-১ ড্র করে ফেরে আগেই শিরোপা নিশ্চিত করা মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। মিরালেম পিয়ানিচের ব্যাকহিল পাস থেকে গড়ানো শটে মাইলফলকে পা রাখা গোলটি করেন সিআর সেভেন। দেশের হয়েও তার নামের পাশে রয়েছে সর্বোচ্চ ৮৪টি গোল।

একই রাতে লেভান্তের বিপক্ষে ক্লাব ক্যারিয়ারে ৫৯৮তম গোলের মাধ্যমে লিগ শিরোপা নিশ্চিত করেন লিওনেল মেসি।

ম্যাচের সপ্তম মিনিটে মাতিও পলিতানোর ফ্লিক পাসে ২৫ গজ দূর থেকে দর্শনীয় ভলিতে ইন্টারকে এগিয়ে নিয়েছিলেন রাদজা নাইনগোলান।

গত ২০ এপ্রিল ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে টানা অষ্টম লিগ শিরোপা ঘরে তোলে তুরিনের ক্লাবটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ