Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহিংসতারোধে সারাবিশ্বে সূফি দর্শন ছড়িয়ে দিতে হবে

মানববন্ধনে সৈয়দ সাইফুদ্দিন আহমদ

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ও মাইজভাণ্ডার দরবারের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেছেন, সহিংসতারোধে সারাবিশ্বে সূফি দর্শন ছড়িয়ে দিতে হবে। ইসলামের নামে উগ্রবাদী তৎপরতায় জড়িয়ে নিরীহ মানুষ হত্যা অত্যন্ত নিন্দনীয় ও হারাম। গতকাল (শনিবার) ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, সিরিয়া, ফিলিন্তিনসহ দেশে দেশে চলা জঙ্গিবাদি সহিংসতা ও নিরীহ মানুষের প্রাণহানির প্রতিবাদে বাংলাদেশ সুপ্রিম পার্টি আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সৈয়দ সাইফুদ্দিন আহমদ বলেন, সূফি সাধকদের প্রদর্শিত ও অনুসৃত পথে জঙ্গিবাদি বিভীষিকা থেকে নি®ৃ‹তি মিলতে পারে। মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা রুহুল আমিন ভূঁইয়া, মুফতি বাকি বিল্লাহ আল-আযহারী, আলী আহমদ নানতু, মো. আসলাম হোসাইন, সাংবাদিক কামরুজ্জামান হারুন, গোলাম রাব্বী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সহিংসতারোধে সারাবিশ্বে সূফি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ