মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মনে করুন, সক্কাল সক্কাল প্রকৃতির ডাকে সাড়া দিতে সাধের বাথরুমে ঢুকেছেন আপনি। নিজস্ব কমোডে বসেছেন সবে, সবে বেগ আসছে, এমন সময় বাথরুমের দেওয়াল দিয়ে উঁকি মারল তিমি মাছ! অথবা মাথার উপর দিয়ে হেলেদুলে গেল তারামাছ বা কচ্ছপের দল! ঝাঁকে ঝাঁকে মাছ আপনার স্নানঘরে হুটোপুটি করছে। এমনটা স্বপ্ন বলে দুরছাই করার মোটেও জায়গা নেই। এমনই এক টয়লেট জাপানের আকাশী অঞ্চলের হিপোপো পাপা ক্যাফেতে অবস্থিত। আসলে এই শৌচাগারটি একটি দৈত্যাকার অ্যাকোয়ারিয়াম বেষ্টিত। এই টয়লেটে ঢুকলেই মনে হবে সত্যিই বুঝি সমুদ্রের মাঝে প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছেন আপনি! ডেইলি মেলের মতে, ক্যাফেটির মালিক এই অভিনব শৌচাগার তৈরির জন্য ২ লাখ পাউন্ডেরও বেশি টাকা খরচ করেছেন।
তবে মনে হয়, এই টাকা বেশ উঠেও এসেছে তার! সোশ্যাল মিডিয়াতে এই শৌচাগারের ছবি রীতিমতো ভাইরাল। গহীন জলের জগতের মধ্যে অত্যাশ্চর্য শৌচাগারের ছবি পোস্ট করেন এই ক্যাফেতে যারা আসেন সকলেই।
অড্ডিটি সেন্ট্রালের মতে, প্রায় ১২ বছর আগে তৈরি হয়েছিল এই শৌচাগারটি। এখনও আকাশীর সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলির মধ্যে এটি একটি। যদিও এই অ্যাকোয়ারিয়াম টয়লেট শুধুমাত্র মহিলাদের ব্যবহারের জন্যই। ক্যাফেতে অবশ্য খুব বেশি ভিড় না হলে পুরুষরাও উঁকি মেরে দেখতে পারেন।
এটিই অবশ্য জাপানের একমাত্র অভিনব ও বিখ্যাত টয়লেট নয়। জাপানের মোটরকার মিউজিয়ামেও রয়েছে সুন্দর টয়লেট রয়েছে। জাদুঘরে রাখা গাড়িগুলির চেয়েও সেই শৌচাগার বিখ্যাত! সূত্র : এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।