Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কেরানীগঞ্জে মসজিদ কমিটির দ্বন্দে দুই গ্রুপের সংঘর্ষে ১জন নিহত আহত ৭

কেরানীগঞ্জ(ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ৮:২৬ পিএম

ঢাকার কেরানীগঞ্জে মসজিদ কমিটির দ্বন্দে দুই গ্রুপের সংঘর্ষে ১জন নিহত ও ৭জন আহত হয়েছে।। নিহত ব্যক্তির নাম সামেনুর মাদবর(৬০)। আহতরা হচ্ছে নুর হোসেন মাদবর, মাজেনুর মাদবর, রবিন হাসান, গানজির হোসেন, মিজান, ওসমান গনি ও পিংকি। দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান আজ শনিবার(২৭এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত সামেনুর মাদবরের ভগ্নিপতি জামাল উদ্দিন জানান, দক্ষিন কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের মজিদ বেয়ারা তেলেরবাগ গুপ্তপাড়া নবনিমর্তি জামে মসজিদের পরিচালনা কমিটি নিয়ে নিহত সামেনুর মাদবর গ্রুপ ও আলতাপ গ্রুপের মধ্যে দ্বন্দ চলে আসছিল। শুক্রবার জুম্মার নামাজের পরে এই দ্বন্দের জেড়ধরে আলতাপ গ্রুপের সাথে নিহত সামেনুর মাদবর গ্রুপের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই প্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে । এসময় আলতাপ হোসেনের নেতৃত্বে আল-আমিন, আমির হোসেন, সোহেল, ডালিম, সাজ্জাদ, রিফাত, মোয়াজ্জেম ও সালাহ উদ্দিন নিহত সামেনুর মাদবর গ্রুপের উপর হামলা চালায় । এতে সামেনুর মাদবরসহ ৭জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় সামেনুর মাদবরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষনা করেন। এব্যাপারে দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্ম শাহজামান বলেন,ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। নিহত সামেনুর মাদবরের স্বজনেরা থানায় অভিযোগ দায়ের করলে আমি মামলা নিব। ময়না তদন্ত শেষে নিহত সামেনুর মাদবরকে শনিবার মাগরিবের নামাজের পরে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ