রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। কোন দুষ্কৃতকারী যাতে এই চেকপোস্ট ব্যবহার করে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষেই এই সতকর্তা বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
পুলিশ হেড কোয়ার্টার থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে।
ভিনদেশি পাসপোর্টধারি বিদেশ ফেরত বাংলাদেশিদেরও নজরদারীতে আনতে নির্দেশনা দেয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা হিলিসহ দেশের সব কটি স্থলবন্দরগুলোতে পৌঁছার পর এই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। পাশা পাশি বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে নিখোঁজ হওয়া সন্দেহ ভাজন ব্যাক্তিদের তালিকাও বন্দরের ইমিগ্রেশনগুলোতে ইতোমধ্যে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।