বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে নাজমা আক্তার ওরফে ধলা ভানু (৪০) নামের এক বিধবাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শিহাব হাসানকে (২৭) গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল জেলা গেট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে উপজেলার মুচারিয়া পাথার গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে।ঐ মামলায় গ্রেফতার হওয়া অপর আসামী আলমগীর হোসেন (২২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তার স্বীকারোক্তির ভিত্তিতেই শিহাবকে গ্রেফতার করা হয়। সখিপুর থানা পুলিশ শুক্রবার সাত দিনের রিমান্ড চেয়ে শিহাবকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিধবা নাজমা সখিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাড়িতে একা থাকতেন। দুই ছেলে ঢাকায় চাকরি করে। এ সুযোগে সাত দুর্বৃত্ত মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে এবং শ্বাসরোধে হত্যা করে। পরে ধর্ষিত হাত, পা ও মুখ বেঁধে নাজমার লাশ তার বাসার গোসলখানায় রেখে পালিয়ে যায়। ০৫ অক্টোবর/১৮ইং নাজমার অর্ধগলিত লাশ উদ্ধার করে সখিপুর থানা পুলিশ। খুনিরা তার মুঠোফোন ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ওই মুঠোফোনের সূত্র ধরেই ২০এপ্রিল আলমগীরকে গ্রেফতার করে থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সখিপুর থানার এস আই শামছুল হক বলেন, মুঠোফোনটি চালু করায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে নাজমার খুনি ও ধর্ষণকারীদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।