Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্বশুরের কুপ্রস্তাব ফাঁস করায় গৃহবধুর মৃত্যু লাশ নিয়ে বিক্ষোভ

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ৫:২৪ পিএম

লম্পট শ্বশুরের কুপ্রস্তাব ফাঁস করে দেওয়ায় স্বামীর নির্যাতনে শাপলা (২১) খাতুন নামে এক গৃহবধু ক্ষোভে অপমানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ পৌরসভার মথুরাপুর গ্রামে। এ ঘটনার পর থেকে লম্পট শ্বশুর নাসির উদ্দীন ও ছেলে নয়নসহ পরিবারের লোকজন গাঁঢাকা দিয়েছে। এদিকে গৃহবধু শাপলার লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পরিবার ও আত্বীয়স্বজন। শনিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার বাসুদেবপুর গ্রামে বিক্ষোভ মিছিল করে স্থানীয় বাজারে গিয়ে শেষ হয়। শাপলার খাতুনের পিতা সিরাজ উদ্দীন জানান, তিন বছর আগে ঝিনাইদহ পৌর এলাকার মথুরাপুর গ্রামের নাসির মন্ডলের ছেলে নয়নের সাথে শাপলার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর নাসির পুত্রবধুকে কুপ্রস্তাব দিত। তিনি আরো জানান, একবার শাপলা বাপের বাড়ি এসে আর যেতে রাজি হচ্ছিল না। পরে তাকে বুঝিয়ে শ্বশুর বাড়ী পাঠানো হয়। গত বুধবার শাপলার শ্বাশুড়ি মেয়ে বাড়ী বেড়াতে গেলে সুযোগ বুঝে শ্বশুর পুত্রবধুকে ধর্ষন করতে গেলে প্রতিবেশীরা টের পেয়ে যায়। ফাঁস হয়ে পড়ে ঘটনা। ক্ষিপ্ত হয়ে স্বামী নয়ন স্ত্রীকে ব্যাপক ভাবে নির্যাতন করে। এদিকে শ্বশুরের হাতে পাশবিক নির্যাতন, অন্যদিকে স্বামীর মারধর খেয়ে ক্ষোভে অপমানে ঘরের আড়ার সাথে আত্মহত্যার চেষ্টা করে। প্রতিবেশীরা উদ্ধার করে ঘটনার দিন শাপলাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করে চিকিৎসকরা। গত বৃহস্পতিবার রাতে ঢাকায় মৃত্যুবরণ করেন শাপলা। আনুষ্ঠানিকতা শেষে শাপলার লাশ শনিবার দুপুরে ঢাকা থেকে ঝিনাইদহে পৌছালে বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসি। এলাকার মহিলা মেম্বর লাকী খাতুন জানান, শাপলা নরম স্বভাবের মেয়ে ছিল। আগেও তার উপর এমন অত্যাচার করা হয়। কিন্তু সে মুখ বুঝে সব কিছু সহ্য করছে। ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর ও মথুরাপুর গ্রামের বাসিন্দা মহিউদ্দীন খবরের সত্যতা স্বীকার করে জানান, শ্বশুরের সাথে আপত্তিকর অবস্থা জানাজানি হওয়ায় শাপলা আত্মহত্যা করেছে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ