Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ওসমানীনগরে মোটরসাইকেল-রিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ৫:০৯ পিএম

সিলেটের ওসমানীনগরে মোটর সাইকেল ও ইঞ্জিন চালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শাহবাজ মিয়া (১৮) নামের এক রিকশা চালক নিহত হয়েছে। আহত হয়েছেন অজ্ঞাতনামা আরো ৩ জন। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার আদর্শ সরকারি মহিলা কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত রিকশা চালক শাহাবাজ বিশ^নাথ উপজেলার খারজান গ্রামের নাহার মিয়ার ছেলে।
তাজপুর ফায়ার ব্রিগেডের স্টেশন ইনচার্জ রাজা মিয়া দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত কওে বলেন, গোয়ালাবাজারের দিকে আসা (সিলেট-ল-১২-২৮৮৭) মোটর সাইকেলের সাথে গোয়ালাবা জারআদর্শ সরকারি মহিলা কলেজের সামনে একটি ইঞ্জিন চালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রিকশার চালক নিহত হয়। আহত হয় মটোরসাইকেল আরোহীসহ অজ্ঞাতনামা আরো তিনজন। মোটরসাইকেলের চালকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। মহাসড়কে হঠাৎ করেই ঞ্জিনচালিত রিকশাটি ঘূরানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত চালককে উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর এবং আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি জসিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় একজন নিহতের সত্যতা নিশ্চিত কওে বলেন, নিহত রিকশা চালকের পরিবারের পক্ষ থেকে মামলা দেয়া না হলে পুলিশবাদি হয়ে মামলা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোটরসাইকেল-রিকশা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ