Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিয়াইন নদীতে নিখোঁজ কলেজছাত্রের সন্ধান মেলেনি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ১:৫১ পিএম
একদিন পর হলেও এখনও সন্ধান পাওয়া যায়নি সিলেটের জাফলং পিয়াইন নদীতে নিখোঁজ হওয়া কলেজছাত্র আকিকুর রহমান অনিকের (২০)।
আজ শনিবার সকাল ১১টা পর্যন্ত ওই নদীতে স্থানীয় ডুবুরিদের দিয়ে খোঁজাখুজি করা হলেও তার সন্ধান মিলেনি।
অনিকের সন্ধানে স্থানীয় ডুবুরিদের মাধ্যমে নদীতে খোঁজাখুজি চলছে জানিয়ে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় বলেন, দমকল বাহিনীর ডুবুরি ছুটিতে রয়েছেন। আজ শনিবার ছুটি বাতিল করে তিনি কর্মস্থলে ফিরেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। তাকে উদ্ধারে প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
গতকাল শুক্রবার বন্ধুদের সঙ্গে জাফলংয়ে বেড়াতে যান সিলেট এমসি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র অনিক। দুপুর ২টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকায় পিয়াইন নদীর স্বচ্ছ জলে নামলে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান। নিখোঁজ অনিক হবিগঞ্জের নবীগঞ্জ এলাকার ধলা মিয়ার ছেলে।
এদিকে অনিকের সন্ধানে আত্মীয়-স্বজন ও বন্ধুরা এখনও পিয়াইন নদীর তীরে অবস্থান করছেন বলে জান গেছে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিয়াইন নদী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ