নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সেমিফাইনালের দ্বিতীয় লেগে ফিওরেন্তিনাকে হারিয়ে ২৩ বছর পর কোপা ইতালিয়ার ফাইনালে উঠেছে আটলান্টা।
প্রথম লেগে ৩-৩ গোলে ড্রয়ের পর গতপরশু রাতে ফিরতি লেগের ম্যাচটি আটালান্টা জিতেছে ২-১ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে আটালান্টা।
যদিও ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল হজম করেছিল আটালান্টা। গোল করে অতিথিদের এগিয়ে দেন লুইস মুরিয়েল। চতুর্দশ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের সমতায় ফেরান জোসিপ ইলিসিস। আর ৬৯ মিনিটে জোরালো শটে জয়সূচক গোলটা করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গোমেজ। আগামী ১৫ মে রোমের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনালে লাৎসিওর মুখোমুখি হবে আটালান্টা। আগের দিন এসি মিলানকে হারিয়ে ফাইনালে ওঠে লাৎসিও।
১৯৬৩ সালে কোপা ইতালিয়ায় চ্যাম্পিয়ন হয়েছিল আটালান্টা। যেটি তাদের একমাত্র বড় শিরোপা। এরপর আরো দুইবার এই টুর্নামেন্টের ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি। ৫৬ বছরের শিরোপা-খরাটা এবার ঘুঁচবে তাদের?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।