Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলের সখিপুরে অপহরণের পর স্বামী পরিত্যক্তা নারীকে বন্ধুদের নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ৯:৩৮ পিএম

টাঙ্গাইলের সখিপুরে স্বামী পরিত্যক্তা নারীকে (১৯) চারদিন আটকে রেখে দুই সন্তানের জনক মুখলেছ উদ্দিন (৩৫) এর বিরুদ্ধে বন্ধুদের নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের বাজাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতে ওই যুবতীর বাবা বাদী হয়ে মুখলেছ উদ্দিনসহ চারজনকে আসামী করে সখিপুর থানায় মামলা করেছেন। ধর্ষিতাকে উদ্ধার করে বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গাইনী বিভাগের ৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ধর্ষিতা পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত রোববার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের বাজাইল গ্রামের স্বামী পরিত্যক্তা নারী নিখোঁজ হন। তিনদিন সকল আত্মীয় স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। হঠাৎ বুধবার বিকেলে মোবাইল ফোনে একই এলাকার আবদুল খালেকের ছেলে দুই সন্তানের জনক মুখলেছ উদ্দিন (৩৫) ওই নারী তার কাছেই আছে বলে জানায়।

এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় ওই নারীর বাবা অপহরণকারী মোকলেছ উদ্দিন (৩৫) ,তার বাবা আবদুল খালেক, মা মিলা বেগম ও বোন মেহেরুনকে আসামী করে সখিপুর থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন। মামলার সংবাদ পেয়ে ওইদিন রাতেই মুখলেছ উদ্দিন ওই নারীকে তার বন্ধু মৃদুলের মামা মোবারকের বাড়িতে পৌঁছে দিয়ে চলে যায়। খবর পেয়ে ওই রাতেই তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বাড়ি নিয়ে আসে তার পরিবার। পরে মেয়েটি বখাটে মোখলেছ উদ্দিন তাকে জোরপূর্বক তুলে নিয়ে চারদিন আটকে রেখে তার বন্ধুদের নিয়ে পালাক্রমে ধর্ষণ করার বিষয়টি পরিবারের কাছে জানায়।
বৃহস্পতিবার বিকেলে তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মামলার বাদী ধর্ষিতার বাবা আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।

সখিপুর থানার ওসি (তদন্ত) মো. লুৎফুল কবির বলেন- এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ

১৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ