মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ইস্টার সানডেতে হামলায় জড়িত স্থানীয় জঙ্গি গোষ্ঠী আইএসের কাছ থেকে সহায়তায় পেয়েছিলো। তিনি বলেন, তিনি নিশ্চিত করেই স্থানীয় লঙ্কান ওই গোষ্ঠী ও আইএসে যোগসাজশের কথা বলছেন। একদিন আগেই লঙ্কান কর্মকর্তারা বলেছিলেন, বিদেশি সহায়তার ব্যাপারে এখনও খতিয়ে দেখছেন তারা। স্কট মরিসন বলেন, আইএস এই হামলায়সহ ওই দলকে বিভিন্ন সহায়তা দিয়েছে। তার দাবি, অস্ট্রেলীয় পুলিশের তদন্তের এই তথ্য পাওয়া গেছে। এ সিরিজ বোমা হামলার দায় স্বীকার করে আইএস। পরে এক ভিডিওতে আট হামলাকারীর ছবি প্রকাশ করে সাত হামলাকারীর হামলার বিবরণ প্রকাশ করা হয়। শ্রীলঙ্কা সরকারের ধারণা, হামলার পেছনে রয়েছে ন্যাশনাল তাওহিদ জামাত (এনটিজে) নামে একটি উগ্রবাদী গ্রুপ। গ্রুপটির সন্দেহভাজন নেতা হাশেমি নিহত হয়েছিলেন বলে ধারণা করা হয়েছিল। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সিংহলিজ সার্ভিসের খবরে বৃহস্পতিবার জানানো হয়েছে, এখনও তার মৃত্যুর খবর নিশ্চিত নয়। ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী রুয়ান বিজয়াবর্ধনের এক বিবৃতির বরাতে ওই খবর দেয় বিবিসি। তবে সুনির্দিষ্টভাবে হাশেমির ভাগ্য নিয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।