Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানকে পারমাণবিক অস্ত্রের ডিজাইন দিয়েছিল সিআইএ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

১৯৯৬ সালে ইরানে প্রথমদিকের পারমাণবিক গবেষণা চলছিল। সেসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন। ইরানের এই প্রকল্প রোধে অদ্ভুত এক প্রকল্প গ্রহণ করে যুক্তরাষ্ট্র। প্রকল্প অনুযায়ী তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছে এমন একজন রাশিয়ান নিউক্লিয়ার বিজ্ঞানীকে নিয়োগ দেয় ইরানের সাথে যোগাযোগের জন্য। এই বিজ্ঞানীর কাজ ছিল ইরানকে পারমাণবিক অস্ত্রের ব্লপ্রিন্ট সরবরাহ করা। মিডল ইস্ট আই ও ওয়াশিংটন পোস্ট-এর প্রকাশিত কিছু প্রতিবেদন অনুসারে, সিআইএ’র কাউন্টার প্রলিফারেশন ডিপার্টমেন্ট ফায়ারসেট নামে পারমাণবিক অস্ত্রের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ তৈরি করে দেবে। তবে ডিজাইনটি থাকবে ভুলে ভরপুর। পরিকল্পনা অনুযায়ী সিআইএ ১৯৯৭ সালে একজন রাশিয়ান বিজ্ঞানী নিয়োগ করে। পারমাণবিক গবেষণার তথ্য পরিবর্তন করে সূ² ভুলে ভরা তথ্য তার হাতে প্রদান করে তারা। রাশিয়ান বিজ্ঞানীও জানতো না তাকে ঠিক কোন উদ্দেশ্যে নিয়োগ দেয়া হয়েছে। রাশিয়ান বিজ্ঞানীর মাধ্যমে সিআইএর টিবিএ- ৪৮০ ফায়ার সেটের পারমাণবিক অস্ত্র ইরানের কাছে সরবরাহ করছিল। তবে বিপত্তি বাঁধে ২০০০ সালের দিকে। রাশিয়ান সেই বিজ্ঞানী সিআইএ’র দেওয়া তথ্যের ভুল ধরে ফেলেন। সিআইএ’র দাবি ছিল তাদের করা ওই ডিজাইন তখনকার সময়ের চেয়ে অন্তত ২০ বছর অগ্রসর। বাস্তবিকও ছিল তাই। ফলে ডিজাইনের ভুলগুলো জেনে যাবার পর গবেষণার মাধ্যমে ইরানি বিজ্ঞানীরা সেই ডিজাইনটি আরও সহজে কাজে লাগান। মিডল ইস্ট আই, ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ