Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রিলিয়ন ডলার ক্লাবে মাইক্রোসফট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

প্রথমবারের মতো মাইক্রোসফটের বাজারমূল্য এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলার স্পর্শ করেছে। প্রত্যাশার চেয়ে বেশি বিক্রি ও লাভ হওয়ার পর বৃহস্পতিবার অল্প সময়ের জন্য মার্কিন সফটওয়্যার জায়ান্ট এই মাইলফলক স্পর্শ করে। তবে এর কিছুক্ষণ পরই অবশ্য প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমে যায়। এর আগে আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ও ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ওই মাইলফলক স্পর্শ করে। ফলে বৃহস্পতিবার মাইক্রোসফটের বাজারমূল্য যখন এক ট্রিলিয়ন ডলার স্পর্শ করে, তখন তারা তৃতীয় কোনও মার্কিন প্রতিষ্ঠান হিসেবে এই মাইলফলক অর্জন করে। ক্লাউড ব্যবসায় প্রবৃদ্ধির কারণে গত বছর মাইক্রোসফটের স্টকের দাম প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে। বুধবার প্রতিষ্ঠানটি জানায়, গত বছরের চতুর্থ প্রান্তিকে তাদের আয় হয়েছে তিন হাজার ৬০ কোটি মার্কিন ডলার এবং মোট লাভ হয়েছে ৮৮০ কোটি ডলার। যা তাদের নির্ধারিত হিসাবের চেয়ে যথাক্রমে ১৪ শতাংশ ও ১৯ শতাংশ বৃদ্ধি। প্রথম প্রতিষ্ঠান হিসেবে গত বছরের আগস্ট মাসে ট্রিলিয়ন ডলার ক্লাবে ঢুকে অ্যাপল। ওই বছরই সেপ্টেম্বর মাসে এই ক্লাবে নাম ওঠে অ্যামাজনের। কিন্তু বৈশ্বিক বাজারে মন্দার কারণে বছরের শেষদিকে দুটি প্রতিষ্ঠানেরই বাজারমূল্য কমে যায়। উল্লেখ্য, চীনা প্রতিষ্ঠান পেট্রোচায়নাও ২০০৭ সালে অল্প সময়ের জন্য ট্রিলিয়ন ডলার ক্লাবে প্রবেশ করেছিল। ওই সময় প্রতিষ্ঠানটি বেশির ভাগ শেয়ারের মালিকই ছিল চীন সরকার। তবে বর্তমানে এই প্রতিষ্ঠানটির বাজারমূল্য ২০০ বিলিয়ন ডলার। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ