Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউজিল্যান্ডকে বদলে দেয়া ছিল মসজিদে হামলার লক্ষ্য : প্রিন্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

ক্রাইস্টচার্চে মসজিদে নৃশংস হামলার লক্ষ্য ছিলো, নিউজিল্যান্ডকে বদলে দেয়া। কিন্তু এর ফলে কিউইদের সহমর্মিতা আর ভালোবাসার অন্য এক দেশকে চিনেছে বিশ্ববাসী। আল নূর মসজিদ পরিদর্শনকালে এ কথা বলেছেন, ব্রিটিশ যুবরাজ এবং ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম। শুক্রবার সকালে আল নূর মসজিদ ও লিন্ডউড মসজিদে যান যুবরাজ। স্থানীয় মুসলিম সস্প্রদায় ও মসজিদের ইমামের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। মসজিদে সালাম দিয়ে বক্তব্য শুরু করেন প্রিন্স উইলিয়াম। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডার নেতৃত্বেরও প্রশংসা করেন যুবরাজ। এর আগে, অকল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ৫ বছরের শিশু অ্যালেন আলসাতির সঙ্গে দেখা করেন। প্রায় এক মাস কোমায় থাকার পর গেলো সপ্তাহে জ্ঞান ফিরেছে শিশুটির। ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্চচার্চের দুই মসজিদে হামলায় প্রাণ হারান ৫০ জন। ইন্টারনেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ