Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

১১ বন্দুক নিয়ে গেল সিঁধেল চোর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

 নিউজিল্যান্ডের একটি পুলিশ স্টেশন থেকে ১১টি বন্দুক নিয়ে গেছে এক সিঁধেল চোর। গত মাসে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক খ্রিস্টান জঙ্গির এলোপাতাড়ি গুলিতে অর্ধশত মুসল্লি নিহত হওয়ার পর থানায় এসব বন্দুক সমর্পণ করা হয়েছিল। সন্দেহভাজনকে খুঁজছে দেশটির পুলিশ। পালমারস্টোন নর্থে থানা চত্বরে তাকে এক পুলিশ কর্মকর্তা দেখতে পেয়েছিলেন। কিন্তু সঙ্গে সঙ্গেই পালিয়ে যেতে সক্ষম হয় ওই সিঁধেল চোর। বৃহস্পতিবার এক বিবৃতিতে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কমান্ডার পরিদর্শক সারাহ স্টিউয়ার্ট বলেন, একটি স্টোরে রাখা ১১টি বন্দুক খোয়া গেছে। তবে আমি পরিষ্কার করে বলতে চাই- এগুলো পুলিশের ছিল না। তিনি বলেন, যা ঘটেছে, তা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। এটি একেবারে অগ্রহণযোগ্য। নিউজিল্যান্ডের আগ্নেয়াস্ত্র আইনে কড়াকড়ি আরোপ করা হলে লোকজন নিজেদের আগ্নেয়াস্ত্র থানায় সমর্পণ করছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ