Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম বিষ্ঠা জাদুঘর জাপানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

 কোন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রকাশ পায় সে দেশের জাদুঘরে গেলে। সাধারণত পুরাতাত্তি¡ক, বৈজ্ঞানিক, শৈল্পিক ও ঐতিহাসিক দুষ্প্রাপ্য, আশ্চর্যজনক গুরুত্বপূর্ণ সব সামগ্রী স্থান করে নেয় জাদুঘরে। তবে অদ্ভুত স্থাপনা বা জাদুঘরেরও কিন্তু অভাব নেই। তেমনই এক জাদুঘর হল জাপানের বিষ্ঠা জাদুঘর। বিবিসির প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে জানা যায়, জাপানে সম্প্রতি বিশ্বের প্রথম বিষ্ঠা বা মল বিষয়ক একটি জাদুঘর চালু করা হয়েছে। তবে সেখানে আসল বিষ্ঠা নয়, নানা রঙের নকল বিষ্ঠার প্রদর্শনী করা হচ্ছে। বিষ্ঠা জাদুঘরে গিয়ে আগ্রহী অনেক দর্শনার্থী সেলফি তুলছেন। জাদুঘরটিতে মাইক্রোফোনসহ একটি ঘর রাখা হয়েছে যেখানে দর্শনার্থীরা জাপানি ভাষায় বিষ্ঠা শব্দটি চিৎকার করে বলতে পারেন। ইয়োকোহামা নগরীর এই জাদুঘরে প্রতিদিন এক হাজারের বেশি দর্শনার্থী আসছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ