মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাদক বিক্রেতাকে সাহায্য করার দায়ে জেলে যেতে হয়েছে এক টিয়া পাখিকে। এমন ঘটনা ঘটেছে ব্রাজিলে। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, অভিযুক্ত ওই টিয়া পাখিটি এক মাদক ব্যবসায়ীর। দেশটির পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে গোপনে গ্রেফতার করতে গেলে ওই বাড়িতে থাকা টিয়া পাখিটি চিৎকার শুরু করে। বলতে থাকা, ‘মামা পুলিশ’। তবে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন মাদক ও বিপুল পরিমাণে টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে দেশটির পুলিশ। ওই অভিযানে যাওয়া এক পুলিশ কর্মকর্তা জানান, টিয়া পাখিটিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তিনি বলেন, যতই পুলিশ ওই বাড়ির কাছে যাচ্ছিলো ততই টিয়া পাখিটি চিৎকার করতে থাকে। ব্রাজিলের একজন স্থানীয় সাংবাদিক জানান, টিয়া পাখিটি মালিকের অনেক অনুগত। আটক হওয়ার পর একটি কথাও আর বলেনি। শেষে পর্যন্ত টিয়াকে জেলে যেতেই হলো। এনবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।