Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শিক্ষকেরা সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তি সমাজের প্রতি তাদের দায়িত্বও অনেক -ডিজি

প্রকাশের সময় : ২৫ মে, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ বিলাল হোসেন বলেছেন, শিক্ষকেরা সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তি। তাই সমাজের প্রতিও তাদের অনেক দায়িত্ব রয়েছে। শিক্ষকদের শিক্ষাদানে আরো আন্তরিক হতে হবে। মানসম্মত শিক্ষাদান নিশ্চিত করতে হবে। সমাজের প্রতিটি নাগরিককে যথোপযুক্ত শিক্ষা দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত রাখতে হবে। গতকাল রাজশাহী জেলার সকল মাদরাসার সুপার ও অধ্যক্ষদের নিয়ে মদীনাতুল উলুম কামিল মাদরাসা মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ সব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মোঃ আফাজ উদ্দিন, সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোকাদ্দাসুল ইসলাম।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে মাদরাসা শিক্ষা ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন সাধিত হয়েছে। সরকার স্বতন্ত্র ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, আলাদা মাদরাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে, স্কুল-কলেজের প্রধানদের সাথে মাদরাসার সুপার/অধ্যক্ষদের বেতন বৈষম্য দূর করেছে, মাদরাসা শিক্ষার্থীদের সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সমান সুযোগ করে দিয়েছে, ৩১টি মাদরাসায় অনার্স খুলেছে, পর্যায়ক্রমে এর পরিসরকে আরো বাড়ানো হবে, ৩৫টি মাদরাসাকে মডেল মাদরাসায় রূপান্তর করেছে, মাদরাসা শিক্ষাধারার সিলেবাসকে আরো উন্নত ও আধুনিক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষকেরা সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তি সমাজের প্রতি তাদের দায়িত্বও অনেক -ডিজি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ