Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে খেলবেন জাহানারা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ৯:৩২ এএম | আপডেট : ২:৪৬ পিএম, ২৬ এপ্রিল, ২০১৯

আইপিএলের আদলে গত বছর থেকে ভারতীয় ক্রিকেট র্বোড (বিসিসিআই) শুরু করেছে উইমন্সে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। এই প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন বাংলাদেশের পেসার জাহানারা আলম। মেয়েদের ক্রিকেটে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পাওয়া বাংলাদশেরে প্রথম ক্রিকেটার তিনি।

আন্তর্জাতিক টি-টোয়ন্টেেিত বাংলাদশেরে হয়ে প্রথমবার ৫ উইকটে শিকাররে র্কীতি গড়া জাহানারা খেলবেন ভেলোসিটির হয়ে।

আগামী ৬ থেকে ১১ মে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ভারতের জয়পুরে। ছেলেদের আইপিএলের পাশাপাশিই চলবে মেয়েদের এই টুর্নামেন্ট। তিন দল পরস্পরের মুখোমুখি হবে একবার করে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

বাংলাদেশ থেকে এর আগে রুমানা আহমেদ ও খাদিজা তুল কুবরা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে একটি দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। তবে সেটি ছিল আইসিসির একটি প্রকল্পের আওতায়।

ওয়ানডেতে ৩০ ও টি-টোয়েন্টিতে ৩৯ উইকেট নিয়েছেন জাহানারা। অনেক দিন থেকেই তিনি দলের সেরা পেসার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ