Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাসচাপায় পথচারীর মৃত্যু চালক একবছর পর গ্রেফতার

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

রাজধানীর পল্লবীতে বেপরোয়া বাসচাপায় আতাউল ইসলাম নামে এক পথচারীর মৃত্যুর ঘটনায় একবছর পর পলাতক বাসচালক মো. জসিমকে (২৫) গ্রেফতার করেছে পিবিআই। গত বুধবার দিনগত রাতে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
পিবিআইর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, গত বছরের ১২ জানুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে পল্লবীর বাসস্ট্যান্ড এলাকায় অছিম পরিবহনের একটি মিনিবাস আতাউলকে চাপা দেয়। এ ঘটনায় আতাউল গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে ঘাতক বাসচালক মো. জসিম বাসটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় ঢাকা মেট্রো ব-১১-৮৬৫৩ বাসের চালক মো. জসিমের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়। তাৎক্ষণিকভাবে বাসটি আটক করলেও বাসচালক গ্রেফতার না হওয়ায় মামলাটি ব্যাপকভাবে তদন্তের জন্য আদালত পিবিআইকে নির্দেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চালক একবছর পর গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ