Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শক্তি ফাউন্ডেশন ও টেলিনর হেলথের চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

সুবিধাবঞ্চিত নারীদের জন্য কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠায় শক্তি ফাউন্ডেশনের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠান টেলিনর হেলথ। শক্তি ফাউন্ডেশন কার্যালয়ে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ অংশীদারিত্বের ফলে টেলিনর হেলথ দেশজুড়ে শক্তি ফাউন্ডেশনের কর্মীদের ওপিডি কাভারেজ সহ ডিজিটাল স্বাস্থ্যসেবা (টনিক সেবা) প্রদান করবে। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন যথাক্রমে টেলিনর হেলথের প্রধান নির্বাহী সাজিদ রহমান এবং শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. হুমায়রা ইসলাম।
উপস্থিত ছিলেন টেলিনর হেলথের সিসিও অ্যান্ড্রিউ স্মিথ, প্রতিষ্ঠানটির হেড অব বিটুবি লয়্যালটি অ্যান্ড পার্টনারশিপ মোবায়দুর রহমান, লিড ম্যানেজার বিটুবি সেলস মাহমুদ আফসার ও কি অ্যাকাউন্ট ম্যানেজার বিটুবি সেলস এম. আরিফিন আনিক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শক্তি ফাউন্ডেশন ও টেলিনর হেলথ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ