বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার বিভাগীয় কমিশনার অফিসের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল হক খাদেম ওরফে আনিস খাদেমকে গুলি করে হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আব্দুর রহমান সর্দার এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-শহিদুর রহমান খাদেম, মাহবুব আলম লিটন, শেখ শামীম আহমেদ, জুয়েল হোসেন, কামাল হোসেন বিপ্লব ও সোহেল হোসেন। অপর আসামি আবদুল্লাহ মোহম্মদ নাজিম উদ্দিন বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আকবর হোসেন রানাকে খালাস দেওয়া হয়।
জানা গেছে, ২০০৯ সালের ৩ মে আহমুদুল্লাহ স্টেটের সম্পত্তি দখলকে কেন্দ্র করে মালিবাগে পরিকল্পিতভাবে আনিস খাদেমকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার পরদিন মৃত আনিস খাদেমের ছেলে সাইদুল হক খাদেম বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ৮ জনকে অভিযুক্ত করে ২০০৯ সালের ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৩ এর সদস্য মুজিবুর রহমান। মামলার সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলায় ১৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মো. আবদুল কাদের পাটোয়ারি এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন মাহবুব আহমেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।