Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নত দেশে পৌঁছাতে দরকার দুই অঙ্কের প্রবৃদ্ধি -সালমান এফ রহমান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৯, ৯:০৮ পিএম

২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে হলে দুই অংকের প্রবৃদ্ধি অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বৃহষ্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে লজিস্টিকস ইন বাংলাদেশ সেমিনারে এ মন্তব্য করেন তিনি। সালমান এফ রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে।

তিনি জানান, বাণিজ্য সহজ করতে সরকার লজিস্টিকস নীতিমালা প্রণয়ন করার উদ্যোগ নিয়েছে। যেখানে গুরুত্ব পাবে অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন, তথ্য প্রযুক্তিসহ নানা বিষয়।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৫ সালে বিশ্বে লজিস্টিকস অর্থনীতির আকার ছিল প্রায় ৮ ট্রিলিয়ন ডলার, ২০২৩ সালে যা সাড়ে ১৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে। এ খাতের ৪৭ শতাংশ নিয়ন্ত্রণ করছে চীন, জাপানসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সালমান এফ রহমান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ