Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে ধামইরহাটে র‌্যালি

ধামইরহাট (নওগাঁ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:০৭ এএম

নওগাঁর ধামইরহাটে বাল্যবিয়ে, যৌন হয়রান ও নারী নির্যাতন প্রতিরোধে শিক্ষার্থীদের গণসচেনতামূলক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ধামইরহাট সরকারি এম এম কলেজে থেকে র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। দেখাবো আলোর পথের আয়োজনে এবং উপজেলা প্রশাসন, মেয়র আমিনুর রহমান, মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার মো. ইকবাল হোসেন পিপিএম। সমাবেশ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন থানা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম, প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রব্বানী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, কাউন্সিলর মুক্তাদিরুল হক, বিমল কুমার রুরাম, আমিনুর রহমান তালুকদার, দেখাবো আলোর পথের সভাপতি মেহেদী হাসান, শিক্ষার্থী সাফিয়া, হাদিয়া, লোটাস প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্যাতন প্রতিরোধে ধামইরহাটে র‌্যালি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ