Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলনগরে খাল দখল করে অবৈধ দোকান নির্মাণ

কমলনগর (লক্ষীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:০৮ এএম

লক্ষীপুরের কমলনগরে চরলরেন্স বাজার সংলগ্ন তুলাতুলি খাল দখল করে অবৈধভাবে অর্ধশত দোকানঘর নির্মাণের অভিযোগ ওঠেছে। গত এক সপ্তাহধরে একশ্রেণির প্রভাবশালীরা অবৈধভাবে খাল দখল করে দোকানঘর করছেন। এতে সাধারণ মানুষের মাঝে চাপাক্ষোভ বিরাজ করেছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, রামগতি-লক্ষীপুর সড়কের চরলরেন্স বাজার সংলগ্ন তুলাতুলি খালটি অতিপুরনো। চরপাগলা এলাকা কয়েকশ একর ফসলি জমির পানি নিষ্কাশনের একমাত্র পথ এটি। দুঃখের বিষয় এলাকার প্রভাবশালীরা অবৈধভাবে খালের উপর পাকা স্থাপনা করে দোকানঘর করছেন। এতে আসছে বর্ষা মৌসুমে চরম জলাবদ্ধতার আশঙ্কা করছে কৃষকরা। এছাড়া ওই এলাকার ৫শ’ পরিবার জলাবদ্ধতার হুমকিতে পড়েছে। অবৈধ দোকানঘরের মালিকরা হচ্ছে হোসেন ডাক্তার, গিয়াস উদ্দিন, কিরন, হাজী নুর ইসলাম। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক দোকানঘর মালিক জানান, আমরা প্রশাসনকে ম্যানেজ করেই দোকানের কাজ করছি। 

এবিষয় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামের মোবাইলে ফোনে একাধিকবার কল দিলে তাকে পাওয়া যায়নি। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন জানান, প্রভাবশালী যেই হউক খাল দখল করতে পরবে না। এ ব্যাপারে অবৈধদখলদারদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবৈধ দোকান নির্মাণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ