রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুরের নেছারাবাদ উপজেলাসহ ছয় উপজেলার উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলাদের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ বাক্য অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিজয়ী জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
জানাগেছে, নেছারাবাদ উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে আব্দুল হক (আনারস), পুরুষ ভাইস চেয়ারম্যান রনি দত্ত (চশমা), ভাইস-চেয়ারম্যান মহিলা নার্গিস জাহান (কলস) প্রতিদন্ধি প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করে জয় লাভ করেন।
এর আগে গত ১৬ এপ্রিল উপজেলার বিজয়িদের নাম সহ গেজেট প্রকাশ হয়। গেজেট অনুসারে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ বাক্য অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ৩১ মার্চ চতুর্থ ধাপে এসব উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।