রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
উন্নত রাষ্ট্র ও জাতি গঠনের লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নারান্দী উচ্চ বিদ্যালয়ের সহযোগীতায় সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে নারান্দী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
সহকারী তথ্য অফিসার মো. সাইফুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, নারান্দী ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য অফিসার মো. শামছুল হক প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ। সমাবেশে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।