প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মাইকেল শাবেস পরিচালিত হরর ফিল্ম ‘দ্য কার্স অফ লা য়োরোনা’। এটি শাবেসের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, তিনি এর আগে একাধিক স্বল্পদৈর্ঘ্য পরিচালনা করেছেন এবং ‘কনজ্যুরিং থ্রি’ পরিচালনা করছেন।
১৯৭০ দশকের লস অ্যাঞ্জেলেস। সোশাল ওয়ার্কার হিসেবে বিভিন্ন পরিবারের হাল অবস্থা জানার এক পর্যায়ে এক পরিবারের সঙ্গে যোগাযোগ হয় আনা গার্সিয়ার (লিন্ডা কার্ডেয়িনি)।
পরবারের মা তাকে তার সন্তানদের আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করলেও আনা তাতে পাত্তা দেয়নি। এতে শিশুরা এক অশুভ অতিপ্রাকৃতিক দুনিয়ার প্রভাবে চলে যায়। সেই নারী আনাকে লা য়োরোনা সম্পর্কে সতর্ক করেছিল। য়োরোনা তার কৃতকর্মের জন্য অশরীরী জগতে আটকা পড়েছে। জীবিত অবস্থায় সে তার সন্তানদের পানিতে ডুবিয়ে হত্যা করে নিজেও নদীতে ডুবে আত্মহত্যা করেছিল। এখন সে প্রেত হয়ে জীবিতদের জগতে ফিরেছে এবং নিজের সন্তানদের মত শিশুদের শিকার হিসেব বেছে নেয়।
হলিউড শীর্ষ পাঁচ
১ দ্য কার্স অফ লা য়োরোনা
২ ব্রেকথ্রু
৩ শেজ্যাম
৪ ক্যাপ্টেন মারভেল
৫ লিটল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।