Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিডব্যাকের ৪০ বছর পূর্তিতে বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:০৮ এএম

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় ব্যান্ড ফিডব্যাক। সে সময় দলের সদস্যরা ঢাকার পাঁচতারকা হোটেলে ইংরেজি পপ সংগীত পরিবেশন করলেও ধীরে ধীরে তারা বাংলা রক মিউজিকে মনোনিবেশ করে। এ বছর দলটি চার দশকে পা রেখেছে। ফিডব্যাকের চার দশক পূর্তিতে বিশেষ একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। যেখানে এমন কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানালেনে ব্যান্ডটির অন্যতম সদস্য ফোয়াদ নামের বাবু। ব্যান্ডটি চার দশকপূর্তি গানে গানে উদযাপন করবে দেশের আরও কয়েকটি জনপ্রিয় ব্যান্ড। এরমধ্যে রয়েছে মাইলস, দলছুট, ওয়ারফেইজ ও আর্টসেল। ফুয়াদ বলেন, আমরা যারা গত চার দশকে ফিডব্যাকের জন্য কাজ করেছি তাদের এটা একটা মিলনমেলা। দেশে যারা আছেন তারা সবাই অনুষ্ঠানে আসবেন। অনুষ্ঠানটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে ব্যান্ডের প্রথম লাইনআপে যে গানগুলো গাইতাম সেগুলো ও স্মৃতিকথা থাকবে। দ্বিতীয় ভাগে আমাদের বন্ধুপ্রতিম কিছু ব্যান্ড আমাদের গান গাইবে। আর শেষে বর্তমান ফিডব্যাক সদস্যরা পরিবেশনায় অংশ নেবেন। আগামী ৩০ এপ্রিল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘ফোর ডিকেডস অব ফিডব্যাক’ আয়োজিত হবে। ফিডব্যাকের লিড গীটারিস্ট ও ভোকালিস্ট লাবু রহমান বলেন, ‘শ্রদ্ধেয় খোকা ভাইয়ের হাত ধরে আজ থেকে চার দশকেরও বেশি সময় আগে ফিডব্যাকের যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ পথচলায় যারা যেভাবে আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা জ্ঞাপন করছি। আর শ্রোতা, ভক্ত, দর্শকের প্রতি কৃতজ্ঞতা। কারণ তাদের কারণেই আজ ফিডব্যাক সাফল্যের এই পর্যায়ে এসেছে। ধন্যবাদ মাকসুদকে আমাদের সঙ্গে এই সেলিব্রেসনে যোগ দেবার জন্য। আশা করি, জমজমাট এক সেলিব্রেসন হবে। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। তিনি জানান, মাকসদু চলে যাবার পর দলের প্রধান ভোকালিস্ট হিসেবে যোগ দেন লুমিন। ‘ফিডব্যাক’র বর্তমান লাইনআপ হচ্ছে দলনেতা ও কীবোর্ডে ফোয়াদ নাসের বাবু, প্রধান ভোকাল লুমিন, লডি গীটার ও ভোকাল লাবু রহমান, ভোকালিস্ট রায়হান, বেউজ গীটারে দানেশ। ফিডব্যাক’র উল্লেখযোগ্য অ্যালবামগুলো হচ্ছে ‘ফিডব্যাক’, ‘উল্লাস, মেলা, বঙ্গাব্দ ১৪০০, বাউলিয়ানা, জোয়ার ইত্যাদি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ