মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারের কচিন প্রদেশে এক জেড খনি ধসে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মাটিতে চাপা পড়েছে অনেক মেশিন ও বাহনও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদেন বলা হয়, পাকান্ত শহরের কাঝে মাউ উন কালায় গ্রামে স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সেখানে কাদায় পূর্ণ একটি পুকুর ধসে পড়লেই মূলত খনির এই অবস্থা হয়। এতে চাপা পড়ে দুইটি বেসরকারি প্রতিষ্ঠানের ৫৪ জন কর্মী। স্থানীয় রাজনীতিবিদ তিন সোয়ে বলেন, এই ঘটনায় ৫৪ জন মানুষ এবং ৪০টি মেশিন ও গাড়ি চাপা পড়ে যায়। তিনি বলেন, তাদের বাঁচার কোনও সম্ভাবন নেই কারণ তারা কাঁদার নিচে পড়েছে। শহরের প্রশাসক কিয়াও স অং বলেন, এখন পর্যন্ত তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। চলছে তল্লাশি অভিযান। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।