মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারের সহিংসতা কবলিত রাখাইন রাজ্যের বুথিডং শহর থেকে দূরের একটি গ্রামে ঘটেছে মর্মান্তিক এক ঘটনা। দেশটির সেনাবাহিনী গুলি করে অন্তঃসত্ত্বা এক রোহিঙ্গা নারীর পেটের বাচ্চাকে হত্যা করেছে। স্থানীয়দের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঘটনার শিকার ৩২ বছর বয়সী ওই নারীর নাম সানুয়ারা বেগম। তিনি সিন থা পিন নামক গ্রামের বাসিন্দা। গ্রামটি ২০১৭ সালে সামরিক বাহিনীর নিধন অভিযানের শিকার। রোহিঙ্গা সম্প্রদায়ের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে ইরাবতীকে বলেন, রোববার আনুমানিক দুপুর দুইটার দিকে পাশের একটি বন থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। তা প্রায় আধাঘণ্টা ধরে চলে। সেই রোহিঙ্গা নেতা জানালেন, তারা যে গোলাগুলির শব্দ শুনেছে সেটা সেনাবাহিনী একতরফাভাবে ছুড়েছিল নাকি সশস্ত্রগোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে বন্দুকযুদ্ধ চলছিল তা জানা যায়নি। ঘটনাস্থলের পাশের গ্রাম সান গোয়ে তুংয়ের বাসিন্দা ই মং আয়ে চান বলেন, আমাদের কোনো ধারণা নেই যে এটা সেনারা এটা একতরফাভাবে গুলি ছুড়েছে নাকি কোনো পক্ষের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ চলছিল। তাছাড়া গুলির শব্দ শুনেই আমরা সবাই গ্রাম ছেড়ে পালাচ্ছিলাম।’ ইরাবতী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।