Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

আধুনিক হেলিকপ্টার তৈরিতে একজোট চীন-রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

সামরিক ক্ষেত্রে বিশ্বের প্রতিটি দেশই উন্নতি করছে। বিশেষ করে চীন এবং রাশিয়া সামরিক ক্ষেত্রে নিত্যনতুন আবিষ্কার করে চলেছে। তবে এবার বিশ্বের সবচেয়ে আধুনিক হেলিকপ্টার তৈরিতে একজোট হল চীন এবং রাশিয়া। এই কারণে খুব দ্রæত দুই দেশ ‘কন্ট্রাক্ট অব দ্যা সেঞ্চুরি’ নামে একটি চুক্তি সই করবে বলে জানা গেছে। নতুন এই হেলিকপ্টার হবে রাশিয়ার এমআই-২৬ হেলিকপ্টারের উন্নত সংস্করণ। বিষয়টি নিয়ে মস্কো ও বেইজিং গত কয়েক বছর ধরে আলোচনা করে আসছে। রাশিয়া ফেডারেশনের পুরস্কারপ্রাপ্ত সামরিক পাইলট ভ্যালেন্তিন পাদালকা বলেন, “নতুন হেলিকপ্টার এমআই-২৬ হেলিকপ্টারের চেয়েও উন্নত হবে।” তিনি জানান, নতুন হেলিকপ্টারে ইনটিগ্রেইটেড এয়ারবোর্ন রেডিও সাবসিস্টেম থাকবে যা যে কোনও অভিযানকে সহজ করে তুলবে। শুধু তাই নয়, ফ্লাইট মিশনকেও স্বয়ংক্রিয় করবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে পাইলট ভ্যালেন্তিন বলেন, “রাশিয়া ও চীনের নকশাবিদদের যৌথ প্রচেষ্টায় বিশ্বের সবচেয়ে বিশাল ও শক্তিশালী হেলিকপ্টার তৈরি করা হবে।” অন্যদিকে তিনি আরও জানিয়েছেন, “হেলিকপ্টার তৈরির ক্ষেত্রে চীনের হাতে রয়েছে উন্নত প্রযুক্তি আর রাশিয়ার কাছে রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। এই দুইয়ের সমন্বয়ে নিশ্চিতভাবেই আমরা নিখুঁত হেলিকপ্টার বানাতে সক্ষম বলে দাবি করেছেন ভ্যালেন্তিন পাদালকা। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ