প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত বুধবার একক ফিল্ম হিসেবে ‘কলঙ্ক’ মুক্তি পেয়েছে। বলিউডের এই বছরের সবচেয়ে আকাক্সিক্ষত ফিল্মের অন্যতম ছিল ‘কলঙ্ক’। আকর্ষণীয় কাস্ট, কাহিনীর চমৎকার পটভূমি, সঙ্গীত, নাচ বা সামগ্রিক অবস্থা কোনও দিক থেকেই ফিল্মটি পিছিয়ে ছিল না। দুদিন আগে মুক্তি পেয়েও এর কোনওটিই সেভাবে কাজে লাগাতে পারেনি। চলচ্চিত্রটির টিজার আর ট্রেইলার নিয়ে দেখা গেছে ব্যাপক আগ্রহ। কিন্তু যেমন আশা করা হয়েছিল তেমন করে দর্শক আসেনি। অভিষেক বর্মনের পরিচালনায় ড্রামা ফিল্ম ‘কলঙ্ক’তে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত, সোনাক্ষি সিনহা, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুর, সঞ্জয় দত্ত, কুণাল খেমু এবং দুটি বিশেষ নৃত্য দৃশ্যে কৃতি সানোন এবং কিয়ারা আডবানী। বুধবার মুক্তি পেয়ে ‘কলঙ্ক’ আয় করেছে ২১.৬০ কোটি রুপি। এমন আয় ধরে রাখতে পারলেই ভাল হত, কিন্তু পরের দিন আয় পেড়ে গেছে ১১.৪৫ কোটি রুপিতে। এই ধারাতেই আয় বজায় থেকেছে। রবিবার পর্যন্ত আয় ছিল যথাক্রমে- ১১.৬০ কোটি রুপি, ৯.৭৫ কোটি রুপি এবং ১১.৬৩ কোটি রুপি। সপ্তাহান্তের আয় ৬৬.০৩ কোটি রুপি। সোমবারের আয় ৩.৫ কোটি রুপি। ‘কলঙ্ক’ নির্মিত হয়েছে ১৫০ কোটি রুপি বাজেটে। প্রথম দুই সপ্তাহে ১০০ কোটি ক্লাবে অন্তর্ভুক্ত হতে পারবে না ফিল্মটি। ‘রোমিও আকবর ওয়াল্টার’-এর সর্বশেষ আয় ৪১ কোটি রুপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।