Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু মাইশা’র চিঠি- বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হলো দুটি ভাটা

মহামান্য হাইকোর্টের ভুয়া স্থগিতাদেশে লাইসেন্স ছাড়াই ভাটা চলছিল

দিনাজপুর অফিস/পার্বতীপুর উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ৫:৫৯ পিএম

ভাটার কালো ধোয়া চোখের সমস্যাসহ পরিবেশের ক্ষতি করছে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ডিসি বরাবরে ২য় শ্রেণীর ছাত্রী মাইশা’র লেখা চিঠি আলোড়ন ফেলে দিয়েছিল। প্রশাসন নড়ে চড়ে বসেছিল। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া খবরটি প্রচার ও প্রকাশের আগেই মন্ত্রী এমপি’রা সান্ত্বনা দিয়েছিল মোবাইলে মায়িশা মনোয়ারা মিশু-কে। ছুটে গিয়েছিল পরিবেশ অধিদপ্তর রংপুরের কর্মকর্তারা ও উপজেলা প্রশাসন। বরাবরের মত তাদের হাতে ভাটা মালিক ধরিয়ে দিয়েছিল মহামান্য হাইকোটে স্থগিতাদেশের আদেশ কপি। তার পরও বন্ধ করে জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন বন্ধ করে দিয়েছিল ভাটাটি। আজ সেই ভাটাসহ আরো দুটি ভাটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। করা হয়েছে জরিমানা। মহামান্য হাইকোটের স্থগিতাদেশটি ভুয়া বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর রংপুরের পরিচালক। কিন্তু এই এক স্থগিতাদেশ আদেশে একই সাথে ২৪টি ভাটা’র নাম রয়েছে। যা সম্পূর্ণ ভুয়া। মহামান্য হাইকোটের ভুয়া আদেশে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের চোখের সামনে কিভাবে এতদিন তারা ইট ভাটা চালিয়ে আসলো এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। কেননা পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র না থাকলেও তারা ভ্যাট ও জেলা প্রশাসকের এল আর ফান্ডে নির্ধারিত চাঁদা দিয়েছে নিয়মিতভাবেই। এধরনের আরো কয়েকটি রিট এর কাগজ তথা মহামান্য হাইকোটের স্থগিতাদেশ জেলা প্রশাসক কার্যালয়ে জমা রয়েছে বলে বিশ্বস্থ একটি সুত্র দাবী করেছে। যেই আদেশের বলে এক বছর আগে নুতনভাবে চালু হওয়া ভাটাও রয়েছে সুত্রটি জানিয়েছে।

বুধবার দিনাজপুরের পার্বতীপুরে দুটি ইট ভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ইনফোর্সমেন্ট টিম। জরিমানার পাশাপাশি এসময় তিনটি ভাটায় ইট তৈরীর কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাদি গুড়িয়ে দেয়ার মাধ্যমে ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী তামজিদ আহমেদ এর নেতৃত্বে বুধবার ১০টা সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা হয়বৎপুর এলাকার যমুনা ব্রিক্স, পার্শ্ববর্তী বিএম ব্রিক্স ও পৌরসভাধীন এসএইচবি ব্রিক্স নামক ইটভাটায় এ অভিযান চালানো হয়। এসময় বৈধ কাগজপত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইনে যমুনা ব্রিক্সকে ১লাখ ৫০ হজার এবং এসএইচবি ব্রিক্সকে ৩লাখ ৫০হাজার টাকা জরিমানা করা হলে জরিমানার টাকা দিয়ে মুক্তিপান ভাটার সংশ্লিষ্টরা।

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী তামজিদ আহমেদ সাংবাদিকদের জানান, অবৈধভাবে পরিচালিত সকল ইটভাটায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পার্বতীপুরে দুটি ভাটাকে বৈধ কাগজ না থাকায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। সেই সাথে অনাদায়ে জেলের ব্যবস্থা রাখা হলেও মালিক পক্ষ জরিমানা প্রাদান করেন। ভাটার কার্যক্রম বন্ধ করবেন বলেও জানিয়েছেন তারা।

এসময় পরিবেশ ও বন মন্ত্রনালয় এর রংপুর বিভাগের সহকারী পরিচালক মিহির লাল সরদার, র‌্যাব-১৩ দিনাজপুর এর এএসপি সিদ্দিক আহমেদ, মডেল থানার উপ-পরিদর্শক বলাদুল আমীন, বিধান চন্দ্র বর্মণ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পার্বতীপুর স্টেশন অফিসার সাইফুল ইসলামসহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৬ মার্চ দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার হয়বৎপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী মায়িসা মনোয়ারা মিশু দিনাজপুরের জেলা প্রশাসক বরাবরে লেখা চিঠি ফেস বুকে আপলোড করেছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাটা

১৪ ফেব্রুয়ারি, ২০২২
১৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ