Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান গুলি ছুড়লেই গোলা ছুড়বে ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

ভারতে লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় ভোটগ্রহণ চলছে। আরো বাকি আছে চার দফা। মোট সাত দফা ভোট গ্রহণের পর ঠিক এক মাস পর ২৩ মে ফল ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ভারতে। নির্বাচন যেহেতু বাকি আছে, তাই সেখানে চলছে প্রচারণা। আর ভারতের নির্বাচনী প্রচারণাতে সব সময়ই বাড়তি উত্তেজনা যোগ করে পাকিস্তান প্রসঙ্গ। বিজেপি এ বিষয়ে কংগ্রেসের তুলনায় বেশি সিদ্ধহস্ত। তাই তো আবারো পাকিস্তানের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ। সোমবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেন, এখন থেকে পাকিস্তান গুলি ছুড়লেই গোলা ছুড়বে ভারত। দেশের সুরক্ষার জন্যই তারা এ কৌশল নিয়েছেন বলে দাবি করেন তিনি। অমিত শাহ বলেন, ‘নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশের সুরক্ষা সুনিশ্চিত করার কাজ শুরু হয়েছে। আগে ইউপিএ সরকার ছিল, মমতাও তাদের সমর্থন করেছিলেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ