মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীন সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলের সঙ্গে সোমবার সাক্ষাত করেছেন চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ইয়ি এবং ভাইস ফরেন মিনিস্টার কং শুয়ানিউ। আলোচনাকালে উভয়পক্ষ পাস্পরিক আস্থা ও সমঝোতা জোরদারের ব্যাপারে তাদের ইচ্ছার কথা ব্যক্ত করেন। সোমবার চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র নিয়মিত প্রেসব্রিফিংয়ে এ কথা বলেন। মুখপাত্র জেং বলেন, সোমবার সকালের বৈঠকে চীন বলেছে যে, দুই বড় প্রতিবেশী দেশ, উদীয়মান অর্থনীতির প্রতিনিধি ও কৌশলগত অংশীদার হিসেবে চীন ও ভারতের উচিত হবে কৌশলগত যোগাযোগ অব্যাহতভাবে জোরদার করা, রাজনৈতিক পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়াদিতে ঘনিষ্ঠ সমন্বয় রক্ষা করে চলা। জেং জোর দিয়ে বলেন, দুই পক্ষের মধ্যে মতবিরোধের চেয়ে অভিন্ন স্বার্থ অনেক বড়। মুখপাত্র বলেন, চীনের সঙ্গে ভারত উচ্চ পর্যায়ের সফর বিনিময়ে প্রস্তুত বলে গোখলে উল্লেখ করেছেন। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।