Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুরে হাঁড়ি ভর্তি বৃটিশ আমলের ধাতব মুদ্রার সন্ধান

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৯, ৩:০৩ পিএম

ময়মনসিংহের ফুলপুরে বৃটিশ আমলের হাঁড়ি ভর্তি ধাতব মুদ্রার সন্ধান পাওয়া গেছে।
ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের শালিয়াকান্দা গ্রামের সরকার বাড়িতে একটি পুরান ঘরের ভিটি থেকে পুলিশ এসব মুদ্রা উদ্ধার করে।
মাত্র সপ্তাহ তিন আগে একই ইউনিয়নের লস্করপাড়া গ্রাম থেকে হাজার বছরের বিষ্ণুমূর্তি উদ্ধারের রেশ কাটতে না কাটতেই উপজেলার শালিয়াকান্দা গ্রাম থেকে এবার রাণী এলিজাবেথের আমলের বৃটিশ ধাতব মুদ্রার সন্ধান পাওয়া গেছে। সোমবার বিকালে গুপ্তধন পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহলী জনতা তা দেখার জন্য সেখানে ভীড় জমায়। গুপ্তধন পাওয়ার সংবাদ ফুলপুর থানার ওসি তদন্ত মেহেদি হাসানের নিকট এলে ওসি'র নির্দেশে এসআই সুমন মিয়া, এসআই কবির হোসেন, এসআই আবুল কালাম, এসআই মিল্টন ঘটনাস্থলে পৌঁছে ৩১ পিস কাঁচা মুদ্রা ভর্তি একটি মাটির হাঁড়ি উদ্ধার করে ফুলপুর থানায় নিয়ে আসেন। মুদ্রাগুলো ১৮৭৪, ১৮৮৫, ১৮৯৭ ও ১৯০১ সালের বলে জানা যায়। মুদ্রার গায়ে তৎসময়ের রাণী ও ময়ূরের ছবি আঁকা আছে। ফুলপুর থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুদ্রার সন্ধান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ