Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দম্পতিকে হত্যা চেষ্টা

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকার এক খ্রিস্টান দম্পত্তিকে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টার দিকে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সাবেক আঞ্চলিক পরিচালক, বনপাড়াস্থ সেন্ট যোশেফ ও বর্ণী’র সেন্ট লুইস স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাব্রিয়েল কস্তা-এর বাড়িতে আত্মীয় পরিচয়ে ঢুকে তাকে ও তার স্ত্রী বীণা পিরিচ-এর উপর উপর্যুপরী হামলা চালায়। একপর্যায়ে তারা সংজ্ঞাহীন হয়ে পড়লে দুবর্ৃৃত্তরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। ওই সময় এই দম্পত্তি ছাড়া পরিবারের আর কেউ বাড়িতে ছিলেন না। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে প্রতিবেশীরা সংজ্ঞাহীন অবস্থায় ওই দম্পত্তিকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)  মো. এমরান হোসেন জানান, সম্ভবত ডাকাতির চেষ্টা করার সময় বাধা দেয়ায় তাদের দু’জনকে মারধর করা হয়েছে এবং এর ফলে তারা সংজ্ঞাহীন হয়ে পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দম্পতিকে হত্যা চেষ্টা

২৯ জানুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ