Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণসহ আটক ১

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই কেজি স্বর্ণসহ রফিক উল্লাহ (৩৬) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। গত রোববার দুপুরে দুবাই থেকে আসা এফ-২৫৫৮৯ ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা। পরে ওইদিন রাতে পতেঙ্গা থানায় তাকে সোপর্দ করা হয়। চট্টগ্রামের শুল্ক ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তা জানান, দুবাই থেকে ওই ফ্লাইটে আসার পর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি অবৈধ কোনো কিছু নেই বলে দাবি করেন। পরে শরীর তল্লাশি করে একশ গ্রাম স্বর্ণ ও কোমরের বেল্টে স্বর্ণের বকলেস পাওয়া যায়। পরে যাত্রীর ব্যাগে তল্লাশি করে সাত পিস চাকতি, স্বর্ণের বকলেস একটি, স্বর্ণের পাতসহ এক হাজার ৯৬০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ