Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদির চেহারা দেখে বউ পালিয়েছে, তাকে আবার ভোট দেবে : জামির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণায় এবার প্রতিদ্ব›দ্বী দলগুলো একে অপরকে ঘায়েল করতে চলছে সরাসরি ব্যক্তিগত আক্রমণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যক্তিগত আক্রমণ করলেন কর্নাটকের মন্ত্রী বি জেড জামির আহমেদ খান। তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী তার মুখ দেখেই ছেড়ে চলে গেছেন। যার মুখ দেখে বউই চলে যায়, তার মুখ দেখে জনগণ ভোট দেবে কীভাবে? জানা গেছে, কংগ্রেস প্রার্থী জামির আহমেদ খান বিজেপি এমপি শিবকুমার উদাসীকে আক্রমণ করতে গিয়েই ওই মন্তব্য করেছেন। কারণ হাভেরি লোকসভা আসনের এমপি শিবকুমার সেখানে গিয়ে মোদির ছবি দেখিয়ে ভোট চাইছিলেন। শিবকুমার উদাসী দুবারের বিজেপি এমপি। তিনি নির্বাচনী প্রচারে বলেছেন, আমার মুখের দিকে তাকাবেন না। মোদির মুখের দিকে তাকান আর বিজেপিকে ভোট দিন।’ তার এ কথার পরিপ্রেক্ষিতে বেঙ্গালুরুরে শনিবার এক নির্বাচনী প্রচারণা সভায় কংগ্রেসের ওই নেতা মোদিকে কটাক্ষ করেন। তিনি মোদিকে বোরকায় মুখ ঢাকারও পরামর্শ দেন। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ