Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরের ৬ ইউনিয়ন এজেন্ট নিয়োগে বাধা প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রকাশের সময় : ২৫ মে, ২০১৬, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

আগামী ২৮ মে সখিপুরের ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন ৬টি হলোÑ কাকড়াজান, বহেড়াতৈল, কালিয়া, বহুরিয়া, যাদবপুর ও হাতীবান্ধা ইউনিয়ন। প্রতিটি ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী ছাড়াও বিএনপি, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে ৬টি ইউনিয়নের একটিতেও নৌকা প্রতীক বিজয়ী হবার সম্ভাবনা ক্ষীণ। কোথাও আ.লীগের বিদ্রোহী, কোথাও গামছা, কোথাও ধানের শীষ বিজয়ী হবার সম্ভাবনা রয়েছে। সঙ্গত কারণে নৌকার নেতা-কর্মীরা মরিয়া হয়ে উঠেছে। যেসব কেন্দ্রে নৌকা প্রতীক বিজয়ী হবার সম্ভাবনা কম, সেসব কেন্দ্রে নৌকা ছাড়া অন্যান্য প্রার্থীর পোলিং এজেন্ট নিয়োগে বাধা প্রদান করার অভিযোগ পাওয়া গেছে। নৌকা ছাড়া অন্য কোন প্রার্থীর এজেন্ট হলে যে এজেন্ট হবে তার বাড়ি গিয়ে হুমকি-ধামকি দিয়ে আসছে। প্রাণ ভয়ে কেউ এজেন্ট হতে আগ্রহী হচ্ছে না। হাতীবান্ধা ইউনিয়নে কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী আতোয়ার রহমান (গামছা) বলেন, নৌকার কর্মীরা আমার পোলিং এজেন্টদের বাড়ি গিয়ে গামছা প্রতীকের এজেন্ট হলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। এ রকম হলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিভাবে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সখিপুরের ৬ ইউনিয়ন এজেন্ট নিয়োগে বাধা প্রাণনাশের হুমকির অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ